নুরমিডিয়া২৪ চট্টগ্রাম সদরঘাট থানার এসআই মোঃ কামরুল হুদা, এসআই মোঃ আব্দুল্লাহ, এএসআই একেএম সাজিদ খান সঙ্গীয় ফোর্স সহ ০১/০৪/২০২৫ তারিখ ০১:৪৫ হতে ০২:১০ এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ স্টেশন কলোনী ১নং গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট করে আসামী এনায়েতুর রহমান নয়ন (২৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে একটি সাদা কাপড়ের শপিং ব্যাগের ভিতরে খাকি রংয়ের কাগজ ও স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩টি ছোট আকারের বান্ডেল, যাহার প্রতি বান্ডেলের ভিতরে ৫টি করে মোট ১৫ টি বায়ূরোধক জিপার পলিপ্যাকেট, যার প্রতি প্যাকেটে ২০০ পিস করে (২০০ ১৫)=৩,০০০ (তিন হাজার) পিস হালকা লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন ৩০০ গ্রাম এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি benco ব্রান্ডের স্মার্টফোন, যাহার IMEI: 863524062433722 উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে অপর সহযোগী আসামী মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৭)কে পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৫ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(খ) ৪১ রুজু পূর্বক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন